Wellcome to National Portal
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০২১

প্রশাসন বিভাগের কার্যপরিধি

প্রশাসন বিভাগ:
প্রশাসন ও সেবা শাখা এবং হিসাব ও নিরীক্ষা শাখার সমন্বয়ে পরিষদের প্রশাসন বিভাগ গঠিত হইবে। উক্ত শাখাদ্বয়ের কার্যাবলী প্রশাসন বিভাগের কার্য হইবে। শাখাদ্বয়ের কার্যাবলী নিম্নরূপ  হইবে:-
ক। প্রশাসন ও সেবা শাখা:
এই শাখার নথিপত্র সহকারী →প্রধান সহকারী প্রশাসনিক কর্মকর্তা→নিবার্হী কর্মকর্তা→প্রধান নিবার্হী কর্মকর্তা হইয়া চেয়ারম্যান বরাবরে উর্ধ্বগামী হইবে এবং একই নিয়মে নিম্নগামী হইবে। তবে, শর্ত থাকে যে, আর্থিক বিষয় হইলে নিবার্হী কর্মকর্তা হিসাব ও নিরীক্ষা কর্মকর্তার মতামতসহ নথিপত্র উর্ধ্বগামী করিবেন।
এই শাখার কার্য হইবে-
(১)বার্তা বা পত্রাদি গ্রহণ এবং ইস্যু করা;
(২)বিভিন্ন বিভাগ ও শাখার কাজ সমন্বয় করা;
(৩)উর্ধ্বতন কর্তৃপক্ষের পরিদর্শনজনিত বিষয়;
(৪)পরিষদের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বদলী, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি ,প্রশিক্ষণ, পেনশন, বার্ষিক বেতন বৃদ্ধি ইত্যাদি কর্মচারী প্রশাসন সম্পর্কিত কার্য;
(৫)হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বদলী, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি ,প্রশিক্ষণ, পেনশন ইত্যাদি কর্মচারী প্রশাসন সম্পর্কিত কার্য;
(৬)পরিষদের এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের আবেদন, নিবেদন, গোপনীয়  রিপোর্ট ইত্যাদি সম্পর্কিত কার্য;
(৭)পরিষদের আসবাবপত্র, অফিস সরঞ্জামাদি, ফরম এবং ষ্টেশনারী দ্রব্যাদি ক্রয়, সংগ্রহ ও সরবরাহ, ছাপা কার্য এবং পুরাতন দ্রব্যাদি বিক্রয় সম্পর্কিত কার্য;
(৮)যানবাহন ক্রয়, বিক্রয়, সংগ্রহ, মেরামত, রক্ষণাবেক্ষণ, বরাদ্দ, ব্যবহার, যানবাহনের জ¦ালানী সম্পর্কিত যাবতীয় কার্য;
(৯) বিশ্রামাগার ব্যবস্থাপনা, প্রটোকল,আপ্যায়ন, হলরুম ব্যবস্থাপনা সম্পর্কিত কার্য;
(১০) পরিষদের সভা, জেলা উন্নয়ন সমন্বয় সভাসহ সকল সভা সম্পর্কিত কার্য;
(১১) আইন উপদেষ্টা নিয়োগ ও আইন উপদেষ্টা সম্পর্কিত সকল বিষয় এবং মামলা মোকদ্দমা  সম্পর্কিত কার্য;
(১২)শুল্ক ফাঁড়ি সম্পর্কিত কার্য এবং কর, রেইট, টোল, ফিস এবং সরকারের অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত আয়,পরিষদের পাওনা ধার্য ও আদায় সম্পর্কিত কার্য;
(১৩)আইনের ধারা ২২-এ বর্ণিত “প্রথম তফসিল” ভুক্ত কার্যাবলীর সকল প্রশাসনিক ও সেবা সম্পর্কিত কার্য;
(১৪)আইন, বিধি, প্রবিধান ইত্যাদি প্রণয়ন সংশোধন, জারী, বাতিল ইত্যাদি সম্পর্কিত কার্য;
(১৫)রাজনৈতিক বিষয় ও সামাজিক বিষয় সম্পর্কিত কার্য;
(১৬)লাইসেন্স সম্পর্কিত কার্য;
(১৭) বাসা বাড়ী ব্যবস্থাপনা, ভাড়া সম্পর্কিত কার্য;
(১৮)লাইব্রেরী সম্পর্কিত কার্য;
(১৯)রেকর্ড সংরক্ষণ, বিনষ্টকরণ ও সরবরাহ সম্পর্কিত কার্য;
(২০)রিপোর্ট-রিটার্ণ প্রস্তুত প্রেরণ  সম্পর্কিত কার্য;