Wellcome to National Portal
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২১

নির্বাহী প্রকৌশলীর কর্মপরিধি

নিবার্হী প্রকৌশলীর কর্মপরিধি:

১) মুখ্য নিবার্হী কর্মকর্তার সার্বিক তত্তাবধানে সকল কার্য সম্পাদন;

২) পরিষদের প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে বিভাগের সমুদয় দায়িত্ব ও কর্তব্য;

৩) প্রকৌশল বিভাগে কর্মরত সহকারী প্রকোশলী,উপ-সহকারী প্রকোশলী ও কর্মচারীদের কাজের তদারকি ও সমন্বয় সাধন করা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা;

৪) প্রকোশল বিভাগে কর্মরত সহকারী প্রকোশলী,উপ-সহকারী প্রকোশলী ও অন্যান্য কর্মচারীদের একত্রে ১০(দশ) দিনের নৈমিত্তিক   ছুটি ও কর্মস্থল ত্যাগের আবেদন মঞ্জুর এবং একত্রে ১০(দশ) দিনের বেশি নৈমিত্তিক ছুটি এবং কর্মস্থল ত্যাগের আবেদন  সুপারিশসহ মুখ্য নির্বাহী কর্মকর্তার  নিকট পেশ করা;

৫)পরিষদের পরিকল্পনা, প্রকল্প, নির্মাণ কাজ, প্রকল্প প্রণয়ন, ডিজাইনকরণ এবং সুষ্ঠু বাস্তবায়ন করা;

৬)প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরেজমিনে কারিগরি সম্ভাব্যতা যাচাই, প্রাক্কলন প্রস্তুতকরণ;

৭)অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী টেন্ডার আহবান করা, প্রাপ্ত টেন্ডারসমূহের তুলনামূলক বিবরণী তৈরী করিয়া টেন্ডার কমিটির সভায় উপস্থাপন করা এবং টেন্ডার কমিটির সুপারিশ মতামত মুখ্য নিবার্হী কর্মকর্তা মাধ্যমে চেয়ারম্যান এর নিকট পেশ করা এবং  অনুমোদন মোতাবেক  কার্যাদেশ প্রদান করা;

৮) নিয়মিতভাবে চলমান প্রকল্প /স্কীম/নির্মাণ কাজ পরিদর্শন করা;

৯)তদারকির বিষয়ে সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীগণকে কারিগরি নির্দেশ প্রদান করা;

১০)পরিষদের যাবতীয় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ, প্রকল্প ও স্কীম এর বিষয়ে পরিষদকে প্রয়োজনীয় তথ্য দেওয়া, পরামর্শ ও সহায়তা প্রদান করা;

১১)উন্নয়ন কাজে সংশ্লিষ্ট বিভাগ  এবং সংস্থার সাথে সমন্বয় সাধন করা;

১২)সকল উন্নয়ন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির প্রতিবেদন প্রস্তুত করা;

১৩)সকল নির্মাণ কাজের সাইট নির্ধারণ ও সঠিক লে-আউট প্রদান সর্ম্পকিত কাজ;

১৪)সকল কাজের পরিমাণ, মাপ বহিতে উপ-সহকারী প্রকৌশলী লিপিবদ্ধ করার পর ও সহকারী প্রকৌশলী কর্তৃক পরীক্ষা করার পর চূড়ান্তভাবে পরীক্ষা করা এবং কাজের বিল পরিশোধের জন্য মুখ্য নিবার্হী কর্মকর্তার নিকট সুপারিশ করা;

১৫)উন্নয়ন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সংগৃহীত/প্রাপ্ত মালামালের ভান্ডারের দায়িত্ব পালন এবং বিধি মোতাবেক ষ্টক রেজিষ্টার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা;

১৬) সকল ভবনাদি, সড়ক, সেতু, কালভার্ট, রাস্তার পাশে ও অন্যান্য স্থানের বৃক্ষাদি ও নির্মাণ যন্ত্রপাতি ও মালামালের বিবরণ ও  তালিকা সম্পত্তি  রেজিষ্টারে সংরক্ষণ এবং প্রকৌশল বিভাগের আওতাধীন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের সমস্ত রেকর্ড সংরক্ষণ;

১৭)প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন স্বাক্ষর করা এবং প্রতিস্বাক্ষরের জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা;

১৮)প্রকৌশল বিভাগের সকল দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীদের ভ্রমণ বিবরণী অনুমোদন করা এবং সহকারী প্রকোশলীদের ভ্রমণ বিবরণী  অনুমোদনের জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তার নিকট সুপারিশসহ পেশ করা;

১৯)প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা;

২০)প্রকৌশল বিভাগের কর্মচারীদের অর্জিত ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, শৃঙ্খলা ইত্যাদিসহ কর্মচারী সংস্থাপন প্রশাসনিক বিষয়ে নির্বাহী কর্মকর্তার সনিকট মতামত ও সুপারিশ পেশ করা;

২১)মুখ্য নির্বাহী কর্মকর্তার অনুমোদন নিয়ে সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীদের কার্যক্ষেত্র নির্ধারণ বা কার্যবন্টন করা; এবং

২২)চেয়ারম্যান বা মুখ্য নির্বাহী কর্মকর্তা কর্তৃক অর্পিত কার্য।