Wellcome to National Portal
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০২১

ভূমি বিভাগের কার্যপরিধি

ভূমি বিভাগের কার্য হইবে-
(১)ভূমি ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত যাবতীয় কার্য;
(২)ভূমি সংস্কার কার্যক্রম সম্পর্কিত কার্য;
(৩)ভূমি জরিপ ও সেটেলমেন্ট সম্পর্কিত কার্য;
(৪)ভূমি উন্নয়ন কর বা খাজনা ও অন্যান্য ভূমি রাজস্ব নির্ধারণ/ধার্য এবং আদায় সম্পর্কিত কার্য;
(৫)স্বত্তালিপি প্রণয়ন ও সংরক্ষণসহ ভূমি রেকর্ড প্রণয়ন ও সংরক্ষণ সম্পর্কিত কার্য;
(৬)পরিষদের ভূমি/সম্পত্তিসমূহের তফসিল প্রস্তুতকরণ, মালিকানা ও দখল বজায় রাখা এবং এতদসংক্রান্ত রেকর্ড, নথি সংরক্ষণ;
(৭)ভূমি ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিরোধ, অভিযোগ, আবেদন-নিবেদন তদন্তকরণ ও নিষ্পত্তিকরণ;
(৮) ভূমি ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত মোকদ্দমা সম্পর্কিত কাজ;
(৯)ভূমি ও ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সংস্থা, কর্মকর্তা, কর্মচারী, হেডম্যান-কার্বারী, বাজার চৌধুরী ইত্যাদির কাজের তত্তাবধান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্য;
(১০)ভূমি অধিগ্রহণ, বন্দোবস্ত, ইজারা(লীজ), হস্তান্তর, মিউটেশন কার্য;
(১১)ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, কর, খাজনা, অধিগ্রহণ, বন্দোবস্ত, হস্তান্তর ইত্যাদি সম্পর্কিত প্রতিবেদন, বিবরণী প্রস্তুত ও সংরক্ষণ;
(১২)নথিপত্র ও রেকর্ড সংরক্ষণ;
(১৩)আশ্রয়ন, আদর্শ গ্রাম ও গুচ্ছগ্রাম সম্পর্কিত কার্য;
(১৪)ভূমি কমিশন সংম্পর্কিত কার্য; এবং
(১৫)পরিষদ ও চেয়ারম্যান কতৃক অর্পিত কাজ।