Wellcome to National Portal
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০২১

প্রশাসনিক কর্মকর্তার কর্মপরিধি

(১)নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্তাবধানে প্রশাসন ও সেবা শাখার শাখা প্রধান হিসেবে শাখায় সমুদয় দায়িত্ব ও কর্তব্য সম্পাদন;

(২)প্রশাসন ও সেবা শাখার উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী, মুদ্রাক্ষরিক এবং অন্যান্য কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব ও কার্যাদির তত্তাবধান;

(৩)প্রশাসনিক ও সেবা শাখায় কর্মরত সকল কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং দৈনিক  হাজিরা বহি প্রতিদিন পরীক্ষা করিয়া স্বাক্ষর করতঃ  নির্দিষ্ট সময়ে নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ;

(৪)পরিষদের এবং পরিষদে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, বদলী, পদোন্নতি, প্রশিক্ষণ, শৃঙ্কলা, বার্ষিক বেতন বৃদ্ধি ইত্যাদি সহ সকল সংস্থাপন ও প্রশাসনিক কার্যাদি সম্পাদনে নির্বাহী কর্মকর্তাকে সহায়তা প্রদান;

(৫)অফিস আদেশ, গার্ড ফাইল, পরিদর্শন বহি, সরকারী পরিপত্র,সরকারী গেজেট সহ যাবতীয় রেকর্ড ও নথি পত্র সংরক্ষণ;

(৬)নথি সমূহের ইনডেক্স রেজিষ্টার সংরক্ষণ;

(৭)প্রশাসন ও সেবা শাখার কর্মচারীদের ছুটি, সংস্থাপন ও প্রশাসনিক কার্যাদির বিষয়ে সুপারিশ/মতামত প্রদান;

(৮)প্রশাসন ও সেবা শাখার সমুদয় কার্য সম্পাদনে নির্বাহী কর্মকর্তাকে সহায়তা করা;

(৯)হিসাব ও নিরীক্ষা কর্মকর্তার অনুপস্থিতিতে হিসাব ও নিরীক্ষা কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য; এবং

(১০)মুখ্য নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অর্পিত কার্য।