Wellcome to National Portal
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২১

ভূমি কর্মকর্তার কর্মপরিধি

ভূমি কর্মকর্তার কর্মপরিধি :

(১)মুখ্য নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্তাবধানে যাবতীয় কার্য সম্পাদন;

(২)পরিষদের ভূমি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে ভূমি বিভাগের প্রধানের সমুদয় দায়িত্ব ও কর্তব্য;

(৩)ভূমি বিভাগের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের কাজের তদারকি ও সমন্বয় সাধন করা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা;

(৪)ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, ভূমি জরিপ ইত্যাদি বিষয়ে সরকার কর্তৃক গৃহীত সকল কার্যক্রম ত্বরান্বিত করতে সার্বিক প্রয়াস চালনা;

(৫)আইনের আওতায় ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন এবং মুখ্য নির্বহী কর্মকর্তার মাধ্যমে চেয়ারম্যানের নিকট নথি/ মতামত প্রেরণ;

(৬)পরিষদের এবং পরিষদে হস্তান্তরিত বিষয়গুলির সম্পত্তিসমূহের তফসিল ও বিবরণ তৈরি ও সংরক্ষণ করা;

(৭)ভূমি সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি), হেডম্যান-কর্বারী, বাজার চৌধুরীর সহতি সংযোগ রক্ষা করা;

(৮)পরিষদের দেওয়ানী (ভূমি সংক্রান্ত) মামলা সর্ম্পকে আইনগত পদক্ষেপ গ্রহণ;

(৯)পাদাধিকারবলে বাজার ফান্ড প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তার সকল দায়িত্ব ও কর্তব্য সম্পাদন;

(১০)চেয়ারম্যানের একান্ত সচিবের অনুপস্থিতিতে তাঁহার দায়িত্ব ও কর্তব্য পালন;

(১১)ভূমি বিভাগের কর্মচারীদের ভ্রমণ বিবরণী অনুমোদন এবং বার্ষিক গোপনীয় অনুবেদন লিখিয়া মুখ্য নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিস্বাক্ষরের জন্য প্রেরলণ;

(১২)ভূমি বিভাগের কর্মচারীদের একত্রে ১০ (দশ) দিনের নৈমিত্তিক ছুটি ও কর্মস্থল ত্যাগের আবেদন মঞ্জুর করা এবং একত্রে ১০(দশ) দিনের বেশি নৈমিত্তিক ছুটির আবেদন ও কর্মস্থল ত্যাগের আবেদন সুপারিশ/মতামতসহ মুখ্য নির্বাহীকর্মকর্তার নিকট প্রেরণ;

(১৩ভূমি বিভাগের কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা;

(১৪)ভূমি ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত রেকর্ডপত্র নথি যথাযথভাবে সংরক্ষণ এবং নিরাপত্তা হেফাজত নিশ্চিত করণ;

(১৫)ভূমি বিভাগের কর্মচারীদের অর্জিত ছুটি, বার্ষিক বেতন বৃদ্ধি ও শৃঙ্খলা সহ নযাবতীয় সংস্থাপন – প্রশাসনিক বিষয়াদি সম্পর্কে নির্বাহী কর্মকর্তার সুপারিশ বা মতামত প্রেরণ;

(১৬)রিপোর্ট, রিটার্ণ প্রণয়নে সহায়তা করণ;

(১৭)বাজেট প্রণয়নে সহায়তা করণ;

(১৮)ভূমি রাজস্ব আদায় সম্পর্কিত সকল কার্য;

(১৯)নামজারী, জমাভাগ , জমাবন্দি বা খতিয়ান বহি সংশোধন ও হালনাগাদ করণ সহ ভূমি সম্পর্কিত যে কোন বিষয়ে যথাযথ পরীক্ষা করিয়া, সরেজমিনে তদন্ত করিয়া সুষ্পষ্ট মন্তব্য/মতামতসহ মুখ্য নির্বহী কর্মকর্তার মাধ্যমে চেয়ারম্যানের নিকট পেশ করণ;

(২০)সকল যন্ত্রপাতি, অফিস সরঞ্জামাদির যথাযথ ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিতকরণ; এবং

(২১)চেয়ারম্যান বা মুখ্য নির্বাহী কর্মকর্তা কর্তৃক অর্পিত কার্য।